1/10/15

নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান নিয়ে বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ


এই অ্যাপ টি একটি স্বাস্থ্য বিষয়ক বাংলা গাইড যেখানে প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান বাংলায় উপস্থাপন করা হয়েছে ।
এই অ্যাপটি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যসম্মত জীবন যাপনে সহায়তা করবে।
অ্যাপটি থেকে আপনি জানতে পারবেন সাস্থের জন্য উপকারী খাবার সমুহ সম্বন্ধে ।
ডায়বেটিস এর কারন ও এর বিভিন্ন নিয়ম কানুন সম্বন্ধে।
কিডনি সুস্থ রাখার উপায় ।
নাক ডাকা সমস্যা ও তার প্রতীকার ।
চুলের নানান সমস্যা ও তার প্রতীকার ।
চুলের যত্ন।
দাত ও মুখের নানান সমস্যা ও তার সমাধান ।
পায়ের দুর্গন্ধ ও তার প্রতীকার ।
অ্যালার্জি সমস্যা এবং তার সমাধান ।
উত্তেজক ওষুধ এর ক্ষতি এবং এর ব্যাবহার বিধি।
ক্যান্সার প্রতিরোধে সবুজ চা এর উপকারিতা ।
শীতে ত্বকের নানান সমস্যা ও ত্বকের যত্ন ।
ধূমপান ছাড়ার ১৩ টি উপায় ।
মুখের দুর্গন্ধও প্রতীকার ।
মেদ কমানোর সহজ উপায় সমূহ ।
গ্যাস্ট্রিক সমস্যার কারন ও তার প্রতীকার ।
অরুচি এর প্রতীকার ।
ভূরি কমানোর সহজ উপায় সমূহ ।
চর্ম রোগ ও তার প্রতীকার সহ আরও অনেক গুলো বিষয়ে আপনি এই অ্যাপটি থেকে যানতে পারবেন। পরিবারের সবাইকে ও বন্ধুদের এই অ্যাপটি ব্যাবহারে উৎসাহিত করুন । অ্যাপটি ডাউনলোড করুণ এখান থেকে ।

9/4/14

ইন্ডিয়ান ভিসা Appointment Date সমস্যা ও সংক্ষিপ্ত সমাধান

আআসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আজ ছোট্ট একটা টিউন লিখতে বসলাম। ছোট্ট হলেও যারা Indian visa Appointment Date নিয়ে সমস্যায় ভুগছেন তাদের উপকারে আশবে বলে আশা করি। ইন্ডিয়ান এমব্যাসি  date ছারে খুব কম সময়ের জন্য তাই ডেট পাওয়া এখন বেশ কঠিন । আর এই কম সময়ে অনেক মানুষ একসাথে ডেট পাবার চেষ্টা করে তাই যখন ডেট ছাড়ে  তখন বার বার সার্ভার সমস্যা করে । ধরুন একটি দোকানে ৫জন এক সাথে ঢুকতে পারে, কিন্তু ওই দোকানে যদি একসাথে ১০জন ঢুকতে চায় তবে কে আগে ঢুকতে পাড়বে, যে অন্যদের তুলনায় একটু দ্রুত সেই আগে ঢুকতে পাড়বে, সেটা দৈহিক দিক দিয়েও হতে পারে বুদ্ধি দিয়েও হতে পারে। ঢাকা অথবা রাজশাহীর থেকে চট্টগ্রামের ডেট পাওয়া একটু সহজ, ঢাকার ডেট ১০ মিনিট এর জন্য ছাড়লেও সার্ভার খুবী সমস্যা করে, আর রাজশাহীর ডেট ছাড়ে মাত্র ৫ ১০ সেকেন্ড এর জন্য । বুঝাই যাচ্ছে ডেট পাওয়া টা বেশ কঠিন হয়ে পড়েছে বর্তমানে । সবাই আর একটা সমস্যায় ভুগেন আর তা হচ্ছে সঠিক সময় যানা, ইন্ডিয়ান এমব্যাসি প্রতিদিন সময় এর সামান্য কিছু হেরফের করে, তবে সাধারনত চট্টগ্রামের ডেট  6.20 , ঢাকা 8.20, রাজশাহী 9.20  মিনিটএ ছাড়ে। যেহেতু এই সময়টা  অনেক মানুষ এক সাথে ডেট পাবার চেষ্টা করে তাই সার্ভার সমস্যা করবে এইটাই স্বাভাবিক। আর তাই নেট কানেকশন একটু ভাল মানের হতে হবে যাতে আপনি অন্যদের থেকে দ্রুত ঢুকতে পাড়েন আর যখন ডেট নেবার চেষ্টা করবেন তখন আপনার হাতের স্পীড ও ভাল হতে হবে। আজ এতটুকুই আর কিছু যানার থাকলে

FB / Skype / Mail : rabbiulipur@gmail.com


ধন্যবাদ ............... 

10/10/12

***এখন সময় ELANCE থেকে আয় করার***



আসসালামুওলাইকুম, ফ্রীলেঞ্চার বন্ধুরা কেমন আছেন সবাই। আজ লিকতেছি ফ্রীলেঞ্চিংএ অন্যতম মার্কেট প্লেস সাইট ELANCE সম্পর্কে। ELANCE  সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। তবে যারা জানেন না তাদেরকে জানানর জন্য আজকের লেখা। এখন ODESKএ প্রচুর বাংলাদেশী কাজ করে আবার অনেকে আছে যারা অনেক দিন ধরে অ্যাপ্লাই করেও কোন কাজ পাচ্ছে না। ক্লিক ক্লিক সাইট গুলো উধাও হওয়ার পর অনেকে Odesk শেষ ভরসা হিসেবে জয়েন করেছেন, কাজ না জানায় তাদের প্রায় সবাই ডাটা এন্ট্রি জব গুলতে অ্যাপ্লাই করেন কিন্তু পছন্দ মতো জব পাচ্ছেন না। আর Odesk এর জব এর রেটও অনেক কমে গেছে। মাঝে মাঝে দেখি জব পোস্ট করার ঘণ্টা খানিক পরেই ৩০০এর বেশী অ্যাপ্লাই করেছে। ডাটা এন্ট্রি জব গুলতে রেট এতো কম দেকলে মাথা নষ্ট হবার জোগাড়।  তাই বলছি এখন থেকে ট্রাই করুন ELANCEএ।

 কারন এখানে কাজের রেট Odesk  থেকে অনেক ভালো। Elance এ বাংলাদেশিদের খুব একটা দেখা জায় না, ইন্ডিয়ান আর পাকিস্তানিরা অনেক বেশী পরিমাণে এখানে কাজ করে। প্রথমে Elance একটু কঠিন মনে হতে পারে তবে যারা Odeskএ কাজ করেন তাদের খুব একটা সমস্যা হবে না। স্বাভাবিক নিয়মে জয়েন করে প্রোফাইল সুন্দর ভাবে সাজান, ভেরিফাই ছাড়াই প্রোফাইল ৯০ভাগ কমপ্লিট করা জায়। প্রোফাইল সুন্দর করারা জন্য হেল্পে গিয়ে দেখুন। তারপর চেষ্টা করুন ভেরিফাই করার জন্য। ফোন ভেরিফাই এর সময় সমস্যা হতে পারে, তবে লাইভ চ্যাঁটএ গিয়ে জানালে তারা অটো ভেরিফাই করে দিবে। আর একটা সমস্যা হচ্ছে অ্যাপ্লাই বা বিড করার লিমিট, তবে আপনার প্রোফাইল যদি সুন্দর হয় তবে client দের কাছ থেকে তার জব এ অ্যাপ্লাই করার ইনভাইটেসন পাবেন। আমি Elance এ যদিও নতুন তবুও আমার কাছে ভালই লাগে। আপনারাও জয়েন করে একটু ঘাটাঘাটি করে দেকতে পারেন। সুন্দর ভাবে ক্যারিয়ার গড়তে পারেন এখানে। জয়েন করার জন্য ক্লিক করুন এখানে